ক্যাম্পাস

জকসু নির্বাচনে ৫ সদস্যের ‘নির্বাচন কমিশন’ গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ আয়োজনের লক্ষ্যে পাঁচ সদস্যদের একটি ‘নির্বাচন কমিশন’ গঠন করা হয়েছে।

আজ বুধবার (২৯ অক্টোবর ) এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে এই কমিটি গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ সম্পাদনের জন্য ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫’ এর ১৫(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পাঁচ সদস্যের “নির্বাচন কমিশন” গঠন করা হয়েছে।

নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন: আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম,পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন এর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, জকসু রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশন ৮ অক্টোবর গঠনের কথা থাকলেও জকসু বিধি পাস হওয়ায় নির্বাচনসংক্রান্ত প্রস্তুতির যাবতীয় কার্য সম্পাদনের জন্য পাঁচ সদস্যদের প্রস্তুতি কমিটি গঠন করা হয়৷

এই বিভাগের আরও সংবাদ