খুলনা
খুলনার খালিশপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :কেএমপি’র খালশিপুর থানা পুলিশের একটি টিম ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা রাত্র ৬ . ০০ ঘটিকায় মুজগুন্নি আবাসিক এলাকায় অভিযান চালায়।
অভিযানে বিজ্ঞ পারিবারিক জজ আদালত, খুলনা মহানগর, সিআর নং-১৫/২৫, তারিখ-০৯ অক্টোবর ২০২৫ মূলে ৩ মাস বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী হৃদয়, পিতা-নাসির হাওলাদার, সাং-হাডর্বোড গেট বিআইডিসি রোড, থানা-খালিশপুর, খুলনাকে গ্রেফতার করা হয়েছে।



