জামালপুরে ফৌজদারি মোড়ে অবৈধ বাজার উচ্ছেদ

0
130

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর শহরে ফৌজদারি মোড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদের শহর রক্ষা বাঁধ ঘেঁষে গড়ে উঠা অবৈধ বাজার উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২০ দুপুর থেকে এই উচ্ছেদ অভিযানের কার্যক্রম শুরু হয়। জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারটির অবৈধ অর্ধ শতাধিক স্থাপনা গুড়িয়ে দেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম জানান, শহরের ফৌজদারী মোড় এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের শহর রক্ষা বাঁধ ঘেষে বাজার গড়ে তুলে স্থানীয় একটি প্রভাবশালী চক্র ভাড়া ও অবৈধভাবে টোল আদায় করে আসছিল। বাজারটি উচ্ছেদ করতে জেলা আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় আলোচনা ও উচ্ছেদের সিদ্ধান্ত হয়। ব্রহ্মপুত্র নদের উপর গড়ে তোলা এই বাজার উচ্ছেদে জেলা প্রশাসন প্রায় একবছর আগে নোটিশ দিলেও তা আমলে নেয়নি প্রভাবশালী চক্রটি।