রাজধানী

টিপিএল শর্ট পিছ ক্রিকেট টুর্নামেন্টঃ তেজগাঁও রাইডার্সের আরও এক জয়

চলছে এম,আর,এস প্রেজেন্ট টিপিএল নাইট শর্ট পিছ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। টুর্নামেন্টে ২৭ অক্টোবর দিনের ২য় ম্যাচে মুখোমুখি হয় তেজগাঁও রাইডার্স ও ঠান্ডার্স ওয়াক্স।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে  ১০ ওভারে তেজগাঁও রাইডার্স সংগ্রহ করে ১৪৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ঠান্ডার্স ওয়াক্স মাত্র ৪ রানে ম্যাচ টি হেরে যায় । ম্যাচ সেরা হয়েছেন সাকিব।

টিপিএল নাইট শর্ট পিছ ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে তরঙ্গ নিউজ। টুর্নামেন্টটি আয়োজন করেন উদ্যম যুব প্রচেষ্টা।

এই বিভাগের আরও সংবাদ