রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠিত


আতিকুর রহমান, রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসু’র সভাপতি প্রফেসর সালেহ হাসান নকীব।
এতে নির্বাচিত ভিপি (সহ-সভাপতি) মোস্তাকুর রহমান জাহিদ, জিএস (সাধারণ সম্পাদক) সালাউদ্দিন আম্মারসহ নির্বাচিত সকল প্রতিনিধি অংশগ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাকসু নির্বাচন কমিশনার প্রফেসর আব্দুল হান্নান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর পর বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠান করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি দায়িত্ব নেওয়ার পরই বাংলাদেশে প্রথম ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা দেন। রাকসু নির্বাচন একটি অংশগ্রহণমূলক ও ফ্রি-ফায়ার ইলেকশন হয়েছে। এজন্য অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানাই। এছাড়া নির্বাচিত ছাত্র নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
শপথ পাঠ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, নির্বাচন কমিশনারগণ, প্রধান রিটার্নিং অফিসার ও রাকসু কোষাধ্যক্ষ, প্রক্টর, হল প্র্যাধাক্ষগণসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান রিটার্নিং অফিসার ও রাকসু কোষাধ্যক্ষ ড. সেতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ. নজরুল ইসলাম।
এর আগে,গত বুধবার (২২ অক্টোবর) রাকসু নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার বিজয়ী হয়েছেন।



