রাজধানী

লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫বি৩ জেলায় ক্যাবিনেট সদস্য ইনস্টলেশন ও অক্টোবর সার্ভিস মান্থ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি৩, বাংলাদেশের আয়োজনে ২০২৫–২০২৬ মেয়াদের ক্যাবিনেট সদস্য ইনস্টলেশন ও অক্টোবর সার্ভিস মান্থ সমাপনী অনুষ্ঠান শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটন-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নজমুল হক PMJF, ইন্টারন্যাশনাল ডিরেক্টর, লায়ন্স ইন্টারন্যাশনাল। বিশেষ অতিথি ছিলেন লায়ন কাজী সাইফুল ইসলাম, GAT এরিয়া লিডার CA 6K, লায়ন্স ইন্টারন্যাশনাল ও LCIF এরিয়া লিডার এবং BLF চেয়ারম্যান।

এছাড়া লায়ন মো. আশরাফ হোসেন খাঁন হীরা, কাউন্সিল চেয়ারম্যান (২০২৫–২০২৬), মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, লায়ন্স ইন্টারন্যাশনাল বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন মো. শামসুল আলম খোকন PDG, চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট অনারারি কমিটি, এবং লায়ন এমডি. আমিনুল ইসলাম লিটন MJF, PDG, PCC, চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট PDG ফোরাম।লায়ন মাসুদুজ্জামান মাসুম, ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৫–২০২৬) ইনস্টলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন ইঞ্জি. মো. আনিসুর রহমান PMJF, চেয়ারম্যান, ক্যাবিনেট মেম্বার ইনস্টলেশন কমিটি, এবং অক্টোবর সার্ভিস মান্থের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন হারুন-উর-রশিদ PMJF।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “লায়ন্স ইন্টারন্যাশনাল সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। নতুন নেতৃত্ব সমাজসেবামূলক কার্যক্রমে আরও অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

লায়ন্স ইন্টারন্যাশনালের প্রতিপাদ্য “ভালোবাসা | সম্মান | মর্যাদা”-এর আলোকে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

এই বিভাগের আরও সংবাদ