ময়মনসিংহ

‘ক্যারিয়ার মিট আপ-ফুলবাড়ীয়া’তে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার পরামর্শ ও দিকনির্দেশনা

তানজিদ শুভ্র: শিক্ষার্থীদের পেশাগত দিকনির্দেশনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় সহায়তা দিতে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার মিট আপ-ফুলবাড়ীয়া’। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউটের আয়োজনে উপজেলার আরএফবিএ পাবলিক স্কুল প্রাঙ্গণে এই আয়োজনে অংশ নেন দেড় শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে সহযোগিতা করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও ইঞ্জিনিয়ার্স কোচিং হোম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আউটরিচ অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. শাহরুখ আদনান খান।

আরএফবিএ পাবলিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান শিক্ষক মো. খায়রুল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ফুলবাড়ীয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নিশীথ কুমার কর্মকার, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান এবং ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের সাজিদ প্রমুখ।

আয়োজনে স্বাগত বক্তব্য দেন ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান। মূল আলোচনায় অংশ নেন বিডিজবসের এজিএম (প্রোগ্রাম) মোহাম্মদ আলী ফিরোজ এবং প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার জুবায়ের হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক তানজিদ শুভ্র।

বক্তারা বর্তমান চাকরি বাজার, সরকারি ও বেসরকারি খাতে ক্যারিয়ার প্রস্তুতি, উচ্চশিক্ষা এবং কর্মমুখী প্রশিক্ষণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান অতিথি প্রফেসর ড. শাহরুখ আদনান খান শিক্ষার্থীদের জীবনমুখী পরামর্শ দেন এবং এমন আয়োজনের জন্য আয়োজক ও অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।

এই বিভাগের আরও সংবাদ