ঈশ্বগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: ইমাম অপহরণের প্রতিবাদে মাঠে ইত্তেফাকুল উলামা


মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে এক মসজিদের ইমামকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে উগ্র হিন্দু ধর্মীয় সংগঠন ‘ইসকন’ (ISKCON) নিষিদ্ধের দাবি জানিয়েছে তারা।
শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উপজেলার মার্কাজ মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী ইত্তেফাক নেতারা ইসকনকে শুধু একটি ধর্মীয় গোষ্ঠী নয়, বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ‘হুমকিস্বরূপ’ বলে অভিহিত করেন। তারা দাবি করেন, ইসকনের কার্যকলাপ দেশের সামাজিক ঐক্য ক্ষতিগ্রস্ত করছে। ফলে রাষ্ট্রীয়ভাবে এই সংগঠনটির কার্যক্রম বন্ধ করা আবশ্যক।
নেতৃবৃন্দ আরও বলেন, গত বছর নভেম্বরে শিশু যৌন নিপীড়নের অভিযোগে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর তার অনুসারী ‘ইসকনি সন্ত্রাসীরা’ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ‘শহীদ’ করে। এই ঘটনার পর ইমামকে গুম করার স্পর্ধা দেখিয়েছে ইসকন।
বক্তারা বলেন, ইসকন মুসলমান ও সনাতনী সম্প্রদায় উভয়েরই শত্রু। সম্প্রীতি রক্ষার্থে তারা সারা দেশের মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজী, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, দপ্তর সম্পাদক ও ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম মুফতি আহসানুল্লাহ কাসেমী, ঈশ্বরগঞ্জ মারকাজ মসজিদের ইমাম মাওলানা যাইনুল আবেদীন জমিরী, হাফেজ সাইদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজিব সহ আরও অনেকে সমাবেশে অংশ নেন।



