ঢাকা
ধামরাইয়ে রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করায় জরিমানা


রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে পাটের বস্তা ব্যবহার না করায় সুষম অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ অক্টোবর) ধামরাই উপজেলার আইঙ্গন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি।
তিনি জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক। আইন অমান্য করায় এ জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান।



