ঢাকা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আলোচনা সভা ও র‍্যালি

রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আলোচনা সভা ও র‍্যালি করা হয়েছে।

গতকাল বুধবার  বেলা ১১টার দিকে ধামরাই উপজেলা প্রশাসন ও বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

আলোচনা সভায় ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই শাখার সভাপতি এম. এ. নাহিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনিক।

আলোচনা সভায় থানা ও হাইওয়ে পুলিশের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ