মোহনপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

0
100

রাজশাহী ব্যুরো ঃ২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদের প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় মোহনপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হল রুমে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল ,সানজীদা রহমান রিক্তা,উপজেলা কৃষকলীগের সভাপতি মহসিন আলী।৭৫০ জন কৃষক কৃষানীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল মান্নান।এ সময় মোহনপুর উপজেলা কর্মরত উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।