খুলনা
কেএমপি’র অভিযানে বিদেশী মদসহ ভারতীয় নাগরিক গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেএমপি’র হরিণটানা থানা পুলিশ ৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় খুলনা মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে ভারতীয় নাগরিক তপন কুমার বিশ্বাস (৫৭), পিতা-মৃত: ভগীরথ বিশ্বাস, সাং-বনগাঁ পশ্চিমপাড়া, থানা-বনগাঁ, জেলা-উত্তর চব্বিশ পরগনাকে ২ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রয় লব্ধ ২ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে। তার ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের সাথে অন্য কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
৯ অক্টোবর বৃহস্পতিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র) সহকারী কমিশনার ( এসি, মিডিয়া) খন্দকার হোসেন আহম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য গণমাধ্যম কর্মীদের জানানো হয়।



