দিঘলিয়ায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে আবেদন, এখনো নেওয়া হয়নি কোনো পদক্ষেপ


খুলনা প্রতিনিধি: খুলনা জেলার দিঘলিয়া উপজেলার হরতকি তলায় সাংবাদিক শহিদুল ইসলামের বাড়ির পূর্বদিক থেকে শুরু করে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের কাঁচা রাস্তাটি পাকা করার দাবিতে ১৩ আগস্ট, ২০২৫ আনুষ্ঠানিক আবেদন করা হয় এবং সংশিলিষ্ট কর্তৃপক্ষ আবেদনপত্রটি গ্রহণ করে।
এলাকাবাসী রিসিভিং কপি বিভিন্ন জাতীয় সংবাদ পত্রিকায় প্রকাশ করেছে। আবেদনটির আইডি নং ২৪৭৪০৫২৩৭, এবং এতে রাস্তার দৈর্ঘ্য ৮২৩ মিটার হিসেবে উল্লেখ রয়েছে।
সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে, তবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
প্রায় ১৫ বছর ধরে স্থানীয় জনসাধারণ এই রাস্তা পাকাকরণের দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনও বাস্তবায়িত হয়নি। বর্ষাকালে কাদা-পানিতে চলাচল চরমভাবে ব্যাহত হয়, আর শুকনো মৌসুমে ধুলাবালির কারণে শ্বাসকষ্ট ও বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) প্রধান প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে, যার অনুলিপি দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিব (উন্নয়ন) এর ব্যক্তিগত কর্মকর্তা এবং যুগ্ম সচিব (উন্নয়ন) এর ব্যক্তিগত কর্মকর্তার দপ্তরে দৃষ্টি আকর্ষণের জন্য।



