পঞ্চগড়

পঞ্চগড়ে জামায়াত কর্মীর হাতে মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের অভিযোগ

আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে রাজনৈতিক তর্ক-বিতর্কের জেরে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা এস. এম. শাহাদুল ইসলাম (৮০) তিনি পার্শ্ববর্তী বোদা উপজেলার বড়শশী ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।

অভিযুক্ত ঐ জামায়াত কর্মীর নাম সোহেল মাহমুদ (৩৫)। তিনি ইসলামী ছাত্রশিবিরের ভাউলাগঞ্জ সাংগঠনিক থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জামায়াতের সক্রিয় কর্মী।

ঘটনাটি গত সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে। এ ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে শাহাদুল ইসলাম বাদী হয়ে সোহেল ও তার দুই সহযোগী হাসিবুল ইসলাম ও রইসুল ইসলামের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে মুক্তিযোদ্ধা শাহাদুল ইসলাম দাবি করেন, জামায়াত কর্মী সোহেল মাহমুদ ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং তার কাছ থেকে ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

মুক্তিযোদ্ধার অভিযোগ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদ জিয়াকে নিয়ে সোহেল মাহমুদ কটূক্তি করলে তিনি প্রতিবাদ জানান। এ নিয়েই তর্ক-বিতর্কের এক পর্যায়ে তাকে মারধর করে লাঞ্চিত করা হয়।

অন্যদিকে অভিযুক্ত সোহেল মাহমুদ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, “তিনি (মুক্তিযোদ্ধা) জামায়াতে ইসলামকে নিয়ে কটূক্তি করেছেন। বলেছেন মওদূদী কাফের, জামায়াত-শিবির ইসলাম ও রাসুলের দুশমন। আমি এসব কথার প্রতিবাদ করেছি।”

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) “সোয়েল রানা বলেন, এ বিষয়ে এস. এম. শাহাদুল ইসলাম নামে একজন অভিযোগ দিয়েছেন। জানতে পেরেছি তিনি একজন মুক্তিযোদ্ধা। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই বিভাগের আরও সংবাদ