দিনাজপুর
ঘোড়াঘাটে ৩৪ টি মন্ডপের প্রতিমা বিসর্জন সম্পন্ন


ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ৩৪ টি পুজা মন্ডপের শান্তিপূর্ণ প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ভোর থেকেই হিন্দু ধর্মালম্বীরা প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শুরু করেন। দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার ৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৪ টি পূজা মন্ডপের প্রতিমা স্থানীয় করতোয়া ও মাইলা নদীতে বিসর্জন দেন বিভিন্ন মন্ডপের হিন্দু সম্প্রদায়ের লোকজন।
এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক সহ পুলিশ আনসার ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।