ময়মনসিংহ

নান্দাইলে আলমগীর হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি:ময়মনসিংহের নান্দাইলে নির্মমভাবে নিহত আলমগীর হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের পাচরুখী বাজারে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আলমগীরকে নৃশংসভাবে হত্যা করে এলাকায় ভয়-ভীতি সৃষ্টি করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের এখনও আইনের আওতায় না আনা দুঃখজনক। দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে হত্যাকারীদের ফাঁসির দণ্ড নিশ্চিত না হলে এলাকাবাসী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান সড়কে প্রদক্ষিণ করে। এতে বক্তব্য রাখেন সাদ্দাম হোসাইন, মাওলানা অলি উল্লাহ, জালাল উদ্দিন আহমেদ, মোঃ হেলাল উদ্দিন বেলাল, সোহেল বেন্ডার, মোঃ ইলিয়াস রহমান, আবু সাইদ প্রমুখ। বক্তারা আরও বলেন, আলমগীর ছিলেন সৎ ও পরিশ্রমী মানুষ। তার হত্যাকাণ্ডে পুরো এলাকা শোকাহত। এখন ন্যায়বিচারের জন্য সবাই ঐক্যবদ্ধ।

স্থানীয় জনসাধারণ জানান, হত্যার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ চায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।

কর্মসূচিতে শতশত নারী-পুরুষ উপস্থিত হয়ে আলমগীর হত্যার বিচার দাবি জানান। বক্তাদের একটাই স্লোগান— “খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই।”

এই বিভাগের আরও সংবাদ