দুর্গাপূজা উপলক্ষে লৌহজং উপজেলায় পিংরাইল দুর্গাপূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময়


মঙ্গলবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৫ ইং মুন্সীগঞ্জ ২ নির্বাচনী এলাকার, লৌহজং উপজেলায় – খিদিরপারা ইউনিয়ন, পিংরাইল দুর্গাপূজা মন্ডপে – খিদিরপারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে : শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও করা হয়েছে।
প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ ২(লৌহজং ও টংগিবাড়ী) বিএনপি’র যুগ্ম মহাসচিব “এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ”।সভাপতিত্বে ছিলেন জনাব আরিফুজ্জামান লাভলু, আহবায়ক, খিদিরপারা ইউনিয়ন বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আজাদ বলেন, বিগত সময়ে একটি দল ধর্মীয় বিবেদ সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা হাছিল করতো। ৫ই আগস্ট এর পরে ধর্মীয় কোন বিভেদ সৃষ্টি হয়নি, তবে একটি পক্ষ এখনো দেশে ধর্মীয় বিবেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের সবাইকে খুবই সতর্ক থাকতে হবে, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে এই বিভেদ থাকবে না। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে। বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। ধর্ম যার যার বাংলাদেশ সবার।