মা ইলিশ সংরক্ষণে শরীয়তপুরে পুলিশ সুপারের মতবিনিময় সভা

0
83

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ ২০২০ উপলক্ষে শরীয়তপুর পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের সভাপতিত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ উপলক্ষে জেলা পুলিশ, নৌ পুলিশ, জেলা ও উপজেলা মৎস কর্মকর্তা, র‍্যাব এবং বিভিন্ন মৎস ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ে পুলিশ সুপার বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মা ইলিশ সংরক্ষণের বিষয়ে সকল স্তরের জনগনকে সচেতন করতে হবে, যাতেকরে মা ইলিশ ধরা থেকে সকলেই বিরত থাকে। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে এ অভিযানে শক্তভাবে আইন প্রয়োগ এবং কঠোর ভূমিকা পালন করবো। সকলের সমন্বয়ে এ বিষয়টাকে কঠোর নজরদারিতে নিয়ে আসতে হবে। আর যে ব্যক্তি সরকারী আইন না মানবে তাঁকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হবে ।

এ সময়ে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুর রউফ, জেলা মৎস অফিসার, শরীয়তপুর, জনাব মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শরীয়তপুর, জনাব তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শরীয়তপুর, জনাব তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরীয়তপুর, জনাব আমিনুর ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল), শরীয়তপুর, জনাব মাহিদুল হাসান, সহকারী পুলিশ সুপার, র‍্যাব-৮, মাদারীপুর, জনাব মোঃ আমিনুল হক, উপজেলা মৎস কর্মকর্তা, জনাব নজরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা, ভেদরগঞ্জ, শরীয়তপুর, জনাব মোহাম্মদ আবদুস সামাদ, সহকারী মৎস কর্মকর্তা, ভেদরগঞ্জ, শরীয়তপুর, জনাব মোঃ আবুল খায়ের, মৎস জরিপ কর্মকর্তা, জেলা মৎস অফিস, শরীয়তপুর, জনাব সরদার গোলাম মোস্তফা, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা, জাজিরা, শরীয়তপুর, জনাব রেজওয়ানা শারমিন, রিসার্চ অ্যাসোসিয়েট, ইকোফিশ, ওয়াল্ডফিশ, শরীয়তপুর, জনাব এম মাহবুবুল হক, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা, গোসাইরহাট, শরীয়তপুর, জনাব আজহারুল ইসলাম সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ, জাজিরা থানা, শরীয়তপুর, মোঃ আসাদুজ্জামান হাওলাদার, অফিসার ইনচার্জ, সখিপুর থানা, শরীয়তপুর, জনাব মোঃ নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভেদরগঞ্জ থানা, শরীয়তপুর, জনাব মোঃ হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, নড়িয়া থানা, শরীয়তপুর, জনাব মোল্লা সোহেব আলী, অফিসার ইনচার্জ, গোসাইরহাট থানা, শরীয়তপুর, জনাব আনোয়ারুল ইসলাম, পুলিশ পরিদর্শক, ক্রাইম শাখা, শরীয়তপুর, জনাব আজহারুল ইসলাম, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, শরীয়তপুর, জনাব মোঃ মুনিরুজ্জামান, ইনচার্জ, সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ী, জনাব কামরুল ইসলাম, ডিআইও-২, জেলা বিশেষ শাখা, শরীয়তপুরসহ উপস্থিত জেলা পুলিশ, জেলা মৎস অফিস, র‍্যাব, ও বিভিন্ন মৎস ব্যবসায়ীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর।