হিজলায় বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লেগে দেড় কোটি টাকা ক্ষতিগ্রস্ত


হিজলা প্রতিনিধিঃ বরিশাল জেলার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ডিগ্রির চর ছয়গাঁও বাজারে ২৮ সেপ্টেম্বর গভীর রাত আনুমান ৪ টার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৫টি দোকান ঘর পুড়ে ছারখার হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্তর পরিমাণ প্রায় দেড় কোটি টাকার ঊর্ধ্বে।
ছয়গাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভ্যারাইটিজ স্টোর মোহাম্মদ আলী আহমেদ হাওলাদার, কাপড়ের দোকান ২টি সিয়াম হাওলাদার, আঃ মালেক হাওলাদারের , মুদি দোকান ২টি সহিদ সরদার ও সালাউদ্দিন হাওলাদারের।
বাজারের মসজিদের মাইক দিয়ে মাইকিং করে এলাকাবাসীকে সজাগ করে এরপরে এলাকাবাসী ছোট পাওয়ার টিলার মেশিন মটর পুকুরে থেকে পানি উত্তোলন করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর পরে সকাল ৯ টার সময় ঘটনাস্থলে তাৎক্ষণিক চলে যান হিজলা উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার, হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, হরিনাথপুর ইউনিয়নের বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল খালেক মাঝি সহ মাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।
এর পরে হিজলা উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্ম পরিষদও সূরা সদস্য শাহেন শাহ চৌধুরী শামু, হরিনাথপুর ইউনিয়নের জামাতের সভাপতি মোজাম্মেল হক ভূঁইয়া ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ খলিলুর রহমান সহ জামাত ইসলামের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতছিলেন এবং হিজলা মেহেন্দিগঞ্জে আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী পরবর্তীতে এসে ক্ষতিগ্রস্তদের কে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।



