মাগুরা

বিএনপির দলীয় মনোনয়নের সবুজ সংকেত কেউ পায়নি: এ্যাড নিতাই রায়

মতিন রহমান , মাগুরা: মাগুরায় নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে পথসভা করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। শুক্রবার বিকাল থেকে রাত অবধি তার নিজ নির্বাচনী এলাকা মাগুরা-২ আসনের শালিখা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা চালিয়েন।

এসময় নিতাই রায় বলেন, যারা প্রচার করছেন যে, বিএনপি থেকে অনেকেই সবুজ সংকেত পেয়েছেন আসলে বিষয়টি সঠিক নয়। নির্বাচন হবে ফেব্রুয়ারিতে অনেক দেরি। এত তাড়াতাড়ি দলের পক্ষ থেকে মনোনয়ন নিয়ে কাউকেই সংকেত দেওয়া হয় না। আরও দেরি হবে। এটি আমি একজন ভাইস চেয়ারম্যান হিসেবে জানি। এখন আমাদের সবাইকে একযোগে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। পরে তিনি উপস্থিত জনগণের কাছে ধানের শীষে ভোট চান।

পথসভায় আসন্ন দূর্গা পূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাই পূজা উৎযাপনে কোনো সংশয় যেনো না করেন হিন্দুরা এবিষয়ে তাদেরকে নিশ্চিতে পুজা করার পরামর্শ দেন তিনি।

এসময় সফরসঙ্গী হিসেবে বিএনপি, ছাত্রদল, যুবদল সহ সেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ