মোহনপুরে শিশু বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এসিডির কর্মশালা

0
74

রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ শিশু বিবাহ প্রতিরোধে মোহনপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে ইউনিসেফ এর অর্থায়নে এসিডির বাস্তবায়নে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৫) সেপ্টেম্বর বেলা ১১টায় রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল উচ্চ বিদ্যালয়ের হল রুমে মুক্ত আলোচনায় নানা সমস্যার কথা তুলে ধরেন এসিডির শিবগঞ্জ এরিয়া অফিসার হুমায়ন কবির ও রাজশাহী প্রোগ্রাম অফিসার জোলেখা খাতুন।

এতে সমস্যা ও করনীয় বিষয়ক বক্তব্য দেন মোহনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সানশাইনের মোহনপুর প্রতিনিধি সাদিকুল ইসলাম স্বপন, নতুন প্রভাতের মোহনপুর প্রতিনিধি মোত্তাকিন আলম সোহেল।

দৈনিক খবর পত্রের রাজশাহী প্রতিনিধি কামাল ইয়াচিন, অনলাইন পত্রিকা তরঙ্গ নিউজের রাজশাহী ব্যুরো রিপন আলী, দৈনিক রাজবার্তা মোহনপুর প্রতিনিধি জাহিদুর রশিদ, সংবাদ প্রতিক্ষন মোহনপুর প্রতিনিধি রতন কুমার প্রাং সহ অন্যান্য সাংবাদিকগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।