অনুষ্ঠানস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি রিংকু


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শফিকুর রহমান রিংকু (৪০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুরে মিলের স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকালে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসার পথে তার মৃত্যু হয়।
মোবারকগঞ্জ চিনিকল সংলগ্ন বলিদাপাড়া গ্রামের মৃত মুক্তার হোসেনের পুত্র শফিকুর রহমান রিংকু দুপুরে মিলের ট্রেনিং সেন্টারে মোবারকগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সহকর্মীদের ভাষ্যমতে, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ তার বুকে ব্যথা অনুভূত হলে সবাই তাকে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে দুপুর দুইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রিংকু মোবারকগঞ্জ চিনিকলের ইক্ষু বিভাগের করোনিক পদে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। মৃত্যুকালে তিনি স্ত্রী, মাতা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক-কর্মচারী, সহকর্মী ও গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সবাই বলছেন, রিংকু ছিলেন শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামী কণ্ঠস্বর, তার এই আকস্মিক চলে যাওয়া পূরণ হওয়ার নয়।