নেপালে ভূমিধসে আরও ১১ জনের মৃত্যু

0
81

একের পর এক বন্যা, ভূমিকম্প ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরেই দেশটিতে প্রাকৃতিক দুর্যোগে মারা গেছে প্রায় ৩১৪ জন, আহত হয়েছে ১৬০ জন। এখনো নিখোঁজ প্রায় ১৫০ জন।

এরই মধ্যে নতুন করে ভূমিধসে দেশটিতে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। নেপালের পাহাড়বেষ্ঠিত তিনটি গ্রামে গেল রবিবারে ভূমিধসে প্রায় ১১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে উত্তর পশ্চিমের বেগলং এলাকায় দুইজনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্র্ত হয়েছে রাড়াবিসি গ্রাম। খবর আল জাজিরার।

ভোরে এই ভূমিধস হওয়ায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে। বলছেন উদ্ধারকারীরা। নিখোজঁ রয়েছে প্রায় ১৫ জন। তারা বলছেন, ‘মুষলধারে বৃষ্টি হওয়ার কারণেই উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।’

রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত বাড়াবিসি পৌরসভা। যেখানে প্রায় ১০০টির ও বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়াবিসি পৌরসভার মেয়র বলেন, ‘ভূমিকম্প হওয়ায় পাহাড়ের মাটি নরম হয়ে গেছে। তাই আমরা আরও ভূমিধসের আশংকা করছি।’ তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ জায়গা থেকে জনগণকে সরিয়ে ফেলার পরিকল্পনা করা হচ্ছে।’