সাতক্ষীরা

যুবদল নেতাকে জবাই করে হত্যা: আটক ২

খুলনা ব্যুরো : সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীম হোসেন (৩৩) কে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। ২২ আগষ্ঠ শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় নিজবাড়ীতে উক্ত ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে।

আটককৃতরা হলো মনিরামপুর উপজেলার কোন্দলপুর গ্রামের আবুবক্কার দফাদারের ছেলে ইজাজুল ইসলাম (৪৩) ও তালা উপজেলার বলরামপুর গ্রামের আহম্মদ আলী সরদারের ছেলে শরিফুল ইসলাম সরদার (৩৮)। পুলিশ নিহত শামীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

জানা যায়, ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল গ্রামের গফফার শেখের ছেলে এস এম শামীম (৩৫)।

এব্যাপারে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ রানা জানান, নেশাগ্রস্ত অবস্থায় শামীম হত্যার শিকার হয়েছে। এ ঘটনায় শরিফুল ও আজিজুল নামের দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

এই বিভাগের আরও সংবাদ