জেনে নিন ডেঙ্গুজ্বরের লক্ষণসমূহ!

0
140
ফাইল ছবি

জ্বর হলেই ডেঙ্গু হয়েছে এমন ভয়ের কারণ নেই। আর ডেঙ্গুজ্বর সাধারণত দুই ধরনের হয়ে থাকে। লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের লক্ষণ-

১. হঠাৎ করে তীব্র জ্বর এবং ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা ও চোখের পেছনের অংশে ব্যথা।

৩. জ্বরের পাশাপাশি সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৪. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা সঙ্গে কোমরে ব্যথা। বমি বমি ভাব কিংবা বমি হওয়া।

৫. ত্বকে র্যারশ কিংবা লাল দানা দানা দেখা দেয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বর

২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ কিংবা বমির সঙ্গে রক্ত যাওয়া। জ্বরের পাশাপাশি বুকে কিংবা পেটে পানি জমে যাওয়া। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি ও তরল পান এবং বিশ্রাম নিতে হবে।