লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের নতুন কমিটির প্রথম সভা ১০ জুলাই


লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩, বাংলাদেশ-এর ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটির প্রথম সভা আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্লাবের পক্ষ থেকে এ উপলক্ষে একটি বিশেষ মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।
সভাটি বিকাল ৫:৩০ টায় রাজধানীর বাণিজ্যিক কেন্দ্রস্থল ৪৫, দিলকুশা, ৬ষ্ঠ তলা-তে অনুষ্ঠিত হবে। ক্লাবের সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
সভায় নতুন কমিটির কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা আলোচনার পাশাপাশি ক্লাবের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে। এছাড়াও যেসব সদস্যদের মেম্বারশিপ রিনিউ ডিউ রয়েছে, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে ডিউ ফি পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, “এই সভার মাধ্যমে আমরা ক্লাবের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবো। সকল সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আমরা একটি ঐক্যবদ্ধ ও উদ্যমী নেতৃত্ব গড়ে তুলতে চাই, যা ক্লাবের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ বিষয়ে ক্লাব সেক্রেটারী লায়ন রিপন তরফদার নিয়াম বলেন, “নতুন কমিটির এই প্রথম সভা শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয় বরং ক্লাবের সক্রিয়তা, বন্ধন ও দায়িত্ববোধ বৃদ্ধির একটি সুযোগ।”