মশিউর রহমান যাদু: তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় এক মেধাবী ও সাহসী নেতৃত্বের প্রতীক


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: রাজনীতির মাঠে মেধা, সততা ও সাহসের সমন্বয়ে যারা ইতিহাস গড়েন, মশিউর রহমান যাদু তাদের মধ্যে অন্যতম। ১৯৯৭ সাল থেকে রাজনৈতিক অঙ্গনে তাঁর অবিচল পদচারণা তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণাদায়ক গল্প। বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এই নিবেদিতপ্রাণ নেতা।
ছাত্র রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র
মশিউর রহমান যাদুর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ছাত্রজীবন থেকেই। সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জি.এস. হিসেবে তিনি ছিলেন তুমুল জনপ্রিয়। তাঁর মেধা, মনন ও সৃষ্টিশীল কাজ আর পরিশ্রম তাকে এগিয়ে নিয়ে যায় দূরদর্শী নেতৃত্বের পথে। ছাত্র রাজনীতিতে তাঁর সাহসী ভূমিকা আজও স্মরণীয়।
আপোষহীন সংগ্রামের ধারাবাহিকতা:
১৯৯৮ সালে বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে চট্টগ্রাম অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশগ্রহণ করেন যাদু। এই আন্দোলন ছিল তাঁর আপোষহীন রাজনৈতিক চেতনার প্রথম প্রকাশ। ২০১৭ সালে তিনি খুলনা জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হন এবং সংগঠনের বিভিন্ন স্তরে তাঁর দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়।
যাদুর স্বপ্ন: ডিজিটাল যুগে যুবশক্তির সম্পৃক্ততা-
বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে তিনি তরুণদের ডিজিটাল লিডারশিপ গড়ে তুলতে কাজ করছেন। তাঁর লক্ষ্য, প্রযুক্তির মাধ্যমে যুবসমাজকে রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় করে তোলা।
মশিউর রহমান যাদু বলেন- তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, শক্তি ও স্বপ্নকে কাজে লাগাতে হবে। রাজনীতিকে হতে হবে সেবা ও সুশাসনের হাতিয়ার।
তরুণ প্রজন্মের জন্য বার্তা-
যাদুর জীবন থেকে তরুণরা শিখতে পারে-
মেধা ও পরিশ্রম-ই সাফল্যের চাবিকাঠি।
সততা ও সাহস দিয়ে রাজনীতিকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।
তরুণ, যুবশক্তির সংগঠন-ই পারে দেশের ভবিষ্যৎ বদলে দিতে।
তরুণ প্রজন্মের কাছে মশিউর রহমান যাদু শুধু একজন নেতা নন, তিনি এক জীবন্ত উদাহরণ। যাঁর পথচলা দেখিয়ে দেয় কিভাবে সততা, মেধা ও সংগ্রাম দিয়ে সমাজ বদলে দেওয়া যায়।
সততা ও বিনয়: যাদুর রাজনীতির মূলমন্ত্র।
খুলনার রাজনৈতিক অঙ্গনে মশিউর রহমান যাদু একইসাথে সাহসী, বিনয়ী ও পরিশ্রমী নেতা হিসেবে পরিচিত। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় পর্যায়ও সমানভাবে সমাদৃত। সততার মাপকাঠিতে তিনি সবসময়ই এগিয়ে। সদাহাস্যময় ও মিষ্টভাষী এই নেতা তরুণদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাঁর সহজ-সরল ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণ তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত হতে উৎসাহিত করে।
মশিউর রহমান যাদু নিজ জন্মস্থান বাগেরহাটে তৃনমুল পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে কিভাবে কৃষি, ব্যবসা, ও ডিজিটাল প্লাটফর্মে তরুণদের কাজ সহজিকরণ ও এর থেকে সুফলসমূহ কাজে লাগানো যায়, সেবিষয়ে তরুন, যুবসমাজের মাঝে কাজ করছেন।