ইতালির রোমে পেট্রোল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ


ইতালি প্রতিনিধি: ইতালির রোম শহরের শান্ত সকালে হঠাৎ করেই যেন নেমে এলো বিভীষিকার ছায়া। ভিয়া দেই গোর্দিয়ানি এলাকায় অবস্থিত একটি পেট্রোল ও এলপিজি স্টেশনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দ ও কম্পনে কেপে উঠেছে রোমের একাধিক এলাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্টেশনের আশপাশে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টার দিকে ঘটে প্রথম বিস্ফোরণ, যার কিছুক্ষণ পরেই দ্বিতীয় ও আরও ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে শহরের দূরবর্তী এলাকা থেকেও শব্দ শোনা গেছে।
স্থানীয় বাসিন্দা আতঙ্কের কথা জানিয়ে বলেন, “জানালার কাচ কেপে উঠল। প্রথমে ভাবলাম ভূমিকম্প হয়েছে।”
আহতদের মধ্যে রয়েছেন ৮ জন পুলিশ কর্মকর্তা, একজন দমকলকর্মী এবং একজন স্বাস্থ্যসেবাকর্মী। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে ভিয়া রোমোলো বালজানির একটি আবাসিক ভবন থেকে উদ্ধার করা হয় ৪০ জনের বেশি বাসিন্দাকে।
প্রাথমিক তদন্তে কর্মকর্তারা জানিয়েছেন, একটি বড় ট্রাক দুর্ঘটনাক্রমে একটি গ্যাস পাইপলাইনে ধাক্কা দিলে প্রথম বিস্ফোরণ ঘটে। এরপর এলপিজি ট্যাঙ্কে রিফুয়েলিং চলাকালীন দ্বিতীয় বিস্ফোরণ ঘটে, যা ছিল সবচেয়ে ধ্বংসাত্মক। বিস্ফোরণের অভিঘাতে নিকটবর্তী ভিয়া আরটেনার একটি গুরুত্বপূর্ণ জুডিশিয়াল গুদামও ক্ষতির মুখে পড়েছে।
দমকল ও জরুরি বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার স্বার্থে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ, চলছে উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ।
রোমবাসীদের অনেকে এখনো আতঙ্কগ্রস্ত, সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে বিস্ফোরণের দৃশ্য ও ভিডিও।