বাগেরহাট

রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল হাজারো রোগী

সুমন,স্টাফ রিপোর্টারঃ রামপালে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪জুলাই) সকাল থেকে রামপালের শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ চহ্মু শিবির অনুষ্ঠিত হয়।

ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের উদ্যােগে এবং দৃষ্টি উন্নয়ন সংস্থা ঢাকা ও লায়ন ড.শেখ ফরিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় চহ্মু শিবিরের উদ্ভোধন করেন খুলনা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি মোঃবেলায়েত হোসেন ও ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন

ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, গত ২০০৯ সাল থেকে চোখের ছানি, নেত্রনালী ও চোখের মাংশ বৃদ্ধি রোগীকে অপারেশনসহ লেন্স সংযোজন সেবা দিয়ে আসছে। মোংলা-রামপালসহ বিভিন্ন স্থান থেকে হাজারো রোগীরা চিকিৎসা সেবা নিতে আসছে এখানে । সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে বিশেষজ্ঞ ডাক্তার দারা ছানী অপারেশন রোগী বাছাই করা হবে। বাছাইকৃত রোগীদের ঢাকায় লেন্স সংযোগের মাধ্যমে অপারেশন করা হবে। যাদের অল্প সমস্যা তাদের প্রাথমিক চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে। আর বয়স্কদের চোখে কম দেখা রুগীদের বিনামূল্যে চশমা দেওয়া হবে।

সকলের দোয়া এবং সকলের সহযোগীতায় আমি মানবতার সেবায় আত্মনিয়োগ করেছি। আমৃত্যু আমি সকলের সেবা করে যাবো ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও সংবাদ