বাগেরহাট

চীনা নাগরিকের ছিনতাই হওয়া মোবাইল ৬ ঘন্টার মধ্যে উদ্ধার করলো মোংলা থানা পুলিশ

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় চীনা নাগরিকের ছিনতাই হওয়া মোবাইলফোন ৬ ঘন্টার মধ্যে উদ্ধার করলো মোংলা থানা পুলিশ। আজ সোমবার(৩০জুন) মোংলা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, চায়না নাগরিক সিয়ান জাই গত ২৯জুন সন্ধ্যা ৭টার দিকে মোংলার রাজ্জাক সড়ক এলাকায় তার ব্যবহৃত আইফোন-১৬ প্রো, দাম অনুমান ১ লহ্ম ৮৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন দিয়ে লাইভ করছিলেন। হঠাৎ করে এক ছিনতাইকারী তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে তিনি মোংলা থানায় এবিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ পরিদর্শক তদন্ত মানিক চন্দ্র গাইনের নেতৃত্বে মোংলা থানা পুলিশ দীর্ঘ ৬ ঘন্টা অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় মোংলার শেলাবুনিয়া জিয়া সড়ক এলাকা থেকে কিশোর আরমান শিকদারকে আটক করতে সহ্মম হয়।

আটককৃত কিশোর মোংলার কেওড়াতলার সিগনাল টাওয়ার এলাকার আনোয়ার শিকদারের ছেলে আরমান শিকদার(১৭)। এসময়ে তার কাছ থোকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোন উদ্ধারের পরে চায়না নাগরিক সিয়ান জাইয়ের কাছে হস্তান্তর করেন পুলিশ। তিনি মোংলা থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

এই বিভাগের আরও সংবাদ