রাজশাহী

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্রে এখনও মুজিব শতবর্ষের ছবি!

ব্যুরো রাজশাহীঃ সরকার পরিবর্তনের প্রায় ১০ মাস পার হলেও রাজশাহীর পুঠিয়া উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্স এখনো ব্যাবহার হচ্ছে ‘মুজিব শতবর্ষ’ লেখা ও শেখ মুজিবর রহমানের ছবি। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, রোগীদের দেওয়া প্রতিটি ছাড়পত্রে এখনও শেখ মুজিবের ছবি ও ‘মুজিব শতবর্ষ’ লেখা রয়েছে।

সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে হাসপাতালের কিছু সেবিকা তড়িঘড়ি করে কাগজপত্র সরানোর চেষ্টা করেন।

এ সময় হাসপাতালের প্রধান সহকারী (বড় বাবু) নিজে বিভিন্ন কক্ষে গিয়ে বিষয়টি যাচাই করে ছাড়পত্রে ছবিসহ লেখা থাকার সত্যতা পান। এমনকি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আলী মুস্তাফিজ মুন্সীর টেবিলেও ওই ধরনের ছাড়পত্র দেখা যায়।

স্থানীয় যুবদল নেতা শাকিব হোসেন বলেন, “জুলাই আন্দোলনের দেড় মাস পর ছাত্র প্রতিনিধিদের নিয়ে আমরা অভিযোগ দিয়েছিলাম। এরপরও এমনটি দেখে আমি হতভম্ব।

ডা. আলী মুস্তাফিজ বলেন,আমরা বেশিরভাগ ছবি ছিঁড়ে ফেলেছি। তারপরও কিছু ছাড়পত্র ভুল করে রয়ে গেছে। আমার টেবিলে যেটা ছিল, ওষুধ লেখার সময় সেটা খেয়াল করিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান শাওন বলেন, “শেখ মুজিবের ছবিসহ ছাড়পত্র এখন আর ব্যবহারের কথা নয়। কিছু ভুলবশত থেকে থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। এখন জানলাম। স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে দ্রুত ব্যাখ্যা চাওয়া হবে।’

এই বিভাগের আরও সংবাদ