ঘাটাইলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

0
82

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।

করোনা জনিত কারনে শিক্ষার্থীদেও শিখন ঘাটতি পূরণ ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় সভাপতিত্বকরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। সভায় সকল সহকারি শিক্ষা অফিসার ও উপজেলার ১৭২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন উপস্থিত ছিলেন। সভায় করোনা কালীন ও করোনা পরবর্তী শিক্ষা কার্যক্রম পরিচালনা নিয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এমরান হোসেন , প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, শাহনাজ পাভীন, অর্চনা পাল, মনিরুজ্জামান, নজরুল ইসলাম, আব্দুল কাদের প্রমূখ। অনুষ্ঠান শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের হুইল চেয়ার,ডিভাইস ও চশমা প্রদান করা হয়।