ইরানের ১০টি ক্ষেপণাস্ত্রের ৫টিই আঘাত হানল ইসরাইলে


বিমান হামলার জবাবে ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরাইলি আগ্রাসনের নবম দিন শনিবার (২১ জুন) ভোরে একবারে ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানি সামরিক বাহিনী আইআরজিসি। এর মধ্যে ৫টিই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে তেল আবিবের প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে।
ইসরাইলি গণমাধ্যমের খবর থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইসরাইলের টিভি চ্যানেল ১২ ছাড়াও আরও কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শনিবার সকালে ইরান থেকে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার মধ্যে ৫টি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে।
শনিবার ভোরের হামলা ছিল ইরানের ১৮তম পাল্টা হামলা। এতে একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের দক্ষিণের হোলন শহরে আঘাত হানে। এতে ওই এলাকার একটি বহুতল ভবনে আগুন ধরে যায় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইরানের সবশেষ হামলায় এটা স্পষ্ট হয়েছে যে, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা অনেকটাই কমে এসেছে।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিশ্বে বহুদিন ধরে এক নম্বর হিসাবে বিবেচিত হয়ে এসেছে ইসরাইল। আয়রন ডোম, অ্যারো-২, অ্যারো-৩ ও ডেভিড’স স্লিংসহ আরও বেশ কিছু বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত এই দেশটিকে মনে করা হতো বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ। যা নিয়ে গর্ব করত সাধারণ ইসরাইলিরাও।
কিন্তু ইরানের পালটা আঘাতে ইসরাইলিদের সেই আস্থায় ফাটল ধরেছে। হাইপারসনিক প্রযুক্তি, ডেকয় বা ছদ্মবেশ কৌশল ও ঝাঁকে ঝাঁকে ড্রোন আক্রমণের মাধ্যমে ইরান ইসরাইলের অহঙ্কারের আকাশ প্রতিরক্ষা গুড়িয়ে দিয়েছে। তেহরান শুধু শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরাইলকে চমকে দেয়নি, বরং আঘাত হেনেছে প্রযুক্তিগত দম্ভের মূল কেন্দ্রে।
এদিকে যুদ্ধ যতো দীর্ঘ হচ্ছে, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টরের মজুদও ফুরিয়ে আসছে। গত ১৮ জুন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের কাছে যত ক্ষেপণাস্ত্রে বা মিসাইলের মজুদ আছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে তত ইন্টারসেপ্টর নেই।