না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক মামুন রেজা


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : না ফেরার দেশে চলে গেলেন খুলনার কৃতি সাংবাদিক মামুন রেজা।
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, অন্যান্য আত্মীয় -স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
নিজ বাসায় অবস্থানকালে বুকে ব্যথা অনুভূত হওয়ার পর ২০ জুন শুক্রবার রাত ৯ টার দিকে মামুন রেজাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সহকর্মীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ খুলনার সর্বস্তরের মানুষ।
মামুন রেজা খুলনা জেলার দিঘলিয়া উপজেলার কৃতি সন্তান সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানার ছোট ভাই।
সাংবাদিক মামুন রেজার প্রথম নামাজে জানাযা ২০ জুন শুক্রবার রাত ১২ টায় জাতিসংঘ শিশুপার্কের পাশে আল হেরা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি দিঘলিয়ার ব্রম্মগাতিতে। সেখানে ২১ জুন শনিবার বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে মামুন রেজাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
উল্লেখ্য, মামুন রেজা ছাত্রজীবনেই সাংবাদিকতা শুরু করেন । তিনি ১৯৯৬ সালে খুলনার স্থানীয় দৈনিক জন্মভূমিতে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। এরপর কাজ করেন অধুনালুপ্ত আজকের কাগজে। পরে যুগান্তরের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার ছিলেন। ২০০৫ সালে সমকালের যাত্রা শুরু থেকেই মামুন রেজা খুলনা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন । তিনি বেসরকারী টিভি চ্যানেল, চ্যানেল -২৪ এর খুলনা বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছিলেন।