আন্তর্জাতিক

ইরানে সব চিকিৎসক ও নার্সের ছুটি বাতিল

ইরানে সব চিকিৎসক ও নার্সের ছুটি প্রত্যাহার করা হয়েছে এবং তাদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ সাজ্জাদ রাজাভি এই তথ্য জানান।

আল জাজিরার খবরে বলা হয়েছে, উপ-স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘চিকিৎসক ও নার্সদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে চিকিৎসা কেন্দ্রগুলোতে।’’

তিনি বলেন, ‘‘পরিষেবা প্রদানের পাশাপাশি মনোবল ও মানসিক স্থিতিশীলতা বৃদ্ধিতে চিকিৎসা দলগুলোকে কার্যকর ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়েছে।’’

রাজাভি আরও জানান, ‘‘স্বাস্থ্য মন্ত্রণালয় সবার পাশে দাঁড়িয়েছে এবং যেকোনো প্রয়োজনে সহায়তা প্রদানের জন্য মন্ত্রণালয় প্রস্তুত।’’

তিনি বলেন, ‘‘হতাহতের শিকারদের চিকিৎসার জন্য বিশেষ নির্দেশিকা চিকিৎসা কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে।’’

এই বিভাগের আরও সংবাদ