পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নাছির সভাপতি, নাঈম সম্পাদক নির্বাচিত


পিরোজপুর প্রতিনিধি: উৎসবমূখর পরিবেশে পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন (পিইউজে)’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ১১ টার দিকে সংগঠনটির কার্যালয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন এবং জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের উপস্থিততে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।
পরে ২ঘন্টাব্যাপী ভোটগ্রহণ শেষে দুপুর ১টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাকির হোসেন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ২৫ সদস্যের মধ্যে ১৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ নাছির উদ্দীন এবং ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন জিটিভি (গাজী টেলিভিশন)’র জেলা প্রতিনিধি মো: নাঈম হোসেন তালুকদার।
নির্বাচনে জয়ী হয়ে সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, “এই বিজয় শুধু আমার একার নয়, এটি সাংবাদিক ইউনিয়নের সকল সংবাদকর্মীর সম্মিলিত চেষ্টার ফল। আমরা ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করবো।”
সাধারণ সম্পাদক মোঃ নাঈম তালুকদার বলেন, “আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। তবে সংগঠনের স্বার্থে, সদস্যদের পাশে থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আমরা সাংবাদিক ইউনিয়নকে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করে তুলবো, ইনশাআল্লাহ।”
নির্বাচন-পরবর্তী পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও আনন্দঘন। নতুন নেতৃত্বের মাধ্যমে পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন আরও গতিশীল ও কর্মমুখর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।