খুলনা

খুলনায় ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ২

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: গত ৯ জুন সোমবার রাতে খুলনা মহানগরীর শিববাড়ী মোড় হতে রিক্সা যোগে বাসায় যাওয়ার পথে সোনাডাঙ্গা মডেল থানাধীন বাংলাদেশ বেতারের সামনে রিক্সার গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ছিনতাইকারী ১) হাফিজুর রহমান (২২), পিতা-হাদিস শেখ, সাং-কলাবাগান বৃষ্টিপুর, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, এ/পি সাং-নিরালা, থানা-খুলনা সদর এবং ২) মানিক শেখ (২১), পিতা-মোঃ আলী শেখ, সাং-গল্লামারী, থানা-খুলনা সদর, খুলনাদ্বয়কে হাতেনাতে আটক করেছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১ টি ছুরি এবং ছিনতাইকৃত ৬৩০ টাকা উদ্ধার করা হয়েছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইনে মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button