সাদুল্লাপুরের ঋণের টাকা পরিশোধে ব্যার্থ হয়ে যুবকের আত্মহত্যা


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার যুবক অনলাইনে জুয়া খেলে তিন লাখ টাকা ঋণগ্রস্ত হয়েছেন। এ টাকা পরিশোধের সামর্থ্য না থাকায় বিষপানে আত্মহত্যা করছেন বলে স্বজনদের দাবি।
রাসেল মিয়া (২৮) ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে।মঙ্গলবার (১০ জুন) পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়রা জানান, রাসেল মিয়া পরিবার নিয়ে টাঙ্গাইলে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গত কয়েক দিন আগে রাসেলের স্ত্রী দুলালী তার বাবা দুদু মিয়ার বাড়িতে (রাঘবেন্দ্রপুর গ্রাম) চলে আসেন। এদিকে টাঙ্গাইল থেকে ঈদের এক দিন আগে রাসেল মিয়া বাড়িতে আসতে ধরলে বাসা মালিক তার নিকট বাসা ভাড়া দাবি করেন। বাসা ভাড়া না দেওয়ায় তারা তাকে মারধর করে তার স্ত্রীকে ফোন দেয়। পরে তার স্ত্রী মোবাইলে টাকা পাঠিয়ে দিলে বাসা মালিক তাকে ছেড়ে দেয়। এরপর রাসেল নিজের বাড়িতে ঘর না থাকায় তার শ্বশুরবাড়িতে গিয়ে উঠেন। সেখানে অবস্থানকালে সে সোমবার (৯ জুন) বিষপান করলে শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যায় রাসেল।
তার শ্বশুরবাড়ির লোকজন ও এলাকাবাসী জানায়, রাসেল অনলাইন জুয়ায় আসক্ত ছিল। তার নিকট বিভিন্ন ব্যক্তি প্রায় তিন লক্ষাধিক টাকা পান। এক সময় দেনার কারণে সে এলাকা ছাড়া হয়। বাড়ি থেকে টাঙ্গাইলে গিয়েও সে একই কাজে লিপ্ত ছিল। তার পরিবার ও এলাকাবাসীর দাবি মানসিক হতাশা থেকেই সে বিষপানে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।