উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষারতা দিবস উপলক্ষে আলোচনা সভা

0
76

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতাঃ কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষারতা দিবস-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে কোভিট-১৯ সংকটঃ “স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা প্রকৌশলী কে.কে.এম সাদেকুল আলম, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মিল্টন, রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, উপজেলা শিক্ষা অফিসার নাদিরুজ্জামান, প্রেসক্লাবের আহবায়ক লক্ষন সেনগুপ্ত, সাংবাদিক জাহাঙ্গীর আলম সরদার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চলনা করেন সহকারী শিক্ষক ফিরোজ আলম মন্ডল। এসময় উপজেলার সকল কর্মকর্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।