দাম বাড়বে-কমবে যেসব পণ্যের


২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের ৫৪তম বাজেট এটি। সোমবার (২ জুন) বিকেল ৩টায় নতুন বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থ উপদেষ্টা।
প্রস্তাবিত বাজেটে মূল্য সংযোজন করের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২- তে কিছু সংশোধনী আনা হয়েছে। এরমধ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম করের হার ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে বাণিজ্যিক আমদানিকারকের ক্ষেত্রে আগাম কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজনের পরিমাণ ৫০ শতাংশের বেশি না হলে ব্যবসায়ী পর্যায়ে ফাইনাল সেটেলম্যান্ট করে আবারও ভ্যাট আরোপ না করার বিধান করা হয়েছে। তবে বিধি বর্হিভূত রেয়াত গ্রহণের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫০-১০০ শতাংশ থেকে কমিয়ে ৩০-৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে নির্মাণ সংস্থা, যোগানদার, সিএন্ডএফ এজেন্ট কর্তৃক রিটার্ন দাখিলের মেয়াদ প্রতি মাসের পরিবর্তে প্রতি ৬ মাস করা হয়েছে। সেই সঙ্গে আগাম কর সমন্বয়, রিফান্ড আবেদন ও রেয়াত গ্রহণের সময়সীমা ৪ মাসের পরিবর্তে ৬ মাস করা হয়েছে।
দাম বাড়বে যেসব পণ্যের
এছাড়াও প্রস্তাবিত বাজেটে কর-জিডিপি অনুপাত বৃদ্ধিসহ আদর্শ ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে বেশকিছু ক্ষেত্রে ভ্যাট হার কিছুটা বাড়ানো হয়েছে। এরমধ্যে বিভিন্ন ‘এম.এস প্রোডাক্টের’ উৎপাদন পর্যায়ে আরোপিত সুনির্দিষ্ট কর প্রায় ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি নির্মাণ সংস্থা সেবার বিপরীতে ভ্যাটের হার ৭ দশমিক ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এদিকে প্রস্তাবিত বাজেটে সেল্ফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড বা কোটেড পেপারের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭ দশমিক ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে প্লাস্টিকের তৈরি সব ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও টয়লেট্রিজ সামগ্রীসহ অনুরূপ যেকোনো পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭ দশমিক ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে সম্পূরক শুল্ক হার আরোপ করায় বেশকিছু পণ্যের দাম বাড়বে। এ ক্ষেত্রে বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার ১৫০ শতাংশের পরিবর্তে ৩০০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে ওটিটি বা ওভার দ্যা টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর উপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।
এছাড়াও ‘কটন সুতার’ উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজিতে ৩ টাকার পরিবর্তে ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ‘কৃত্রিশ আঁশ (man made fibre) এবং অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্নের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি ৩ টাকার পরিবর্তে ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৫ শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
দাম কমবে যেসব পণ্যের
জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতে প্রস্তাবিত বাজেটে বেশকিছু ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি দেয়া হয়েছে। এ ক্ষেত্রে ১ লাখ টাকার পরিবর্তে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি দেয়া হয়েছে। সেই সঙ্গে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে।
এদিকে প্রস্তাবিত বাজেটে স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটকৃত তরল দুধ ও বলপয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি ২২ ইঞ্চির পরিবর্তে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া সব ধরনের আইসক্রিমের উপর সম্পূরক শুল্ক হার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ ও জনস্বার্থে বেশকিছু বিধান যুক্ত করা হয়েছে। এরমধ্যে হাসপাতাল বেড উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি ও স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে সমুদয় ভ্যাট ৩০ জুন, ২০৩০ সাল পর্যন্ত অব্যাহতি দেয়া হয়েছে। সেই সঙ্গে এপিআই (অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়ান্টস্) উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ ৩০ জুন, ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এছাড়াও মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানোর পাশাপাশি মেয়াদ ৩০ জুন, ২০২৭ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। পাশাপাশি এলপিজি সিলিন্ডারের স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানোর পাশাপাশি অব্যাহতির মেয়াদ ৩০ জুন, ২০২৭ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এছাড়া ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেনের উপর স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা হ্রাসপূর্ববক অব্যাহতির মেয়াদ ৩০ জুন, ২০৩০ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এছাড়াও সাধারণ ও আইসিইউ অ্যাম্বুলেন্সসহ হাইব্রিড ও ইলেক্ট্রিক ভেহিক্যালকে ৩০ জুন, ২০৩০ সাল পর্যন্ত শর্তসাপেক্ষে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি সাবান ও শ্যাম্পুর কাঁচামাল এলএবিএসএ এবং এসএলইএসের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহতির মেয়াদ ৩০ জুন, ২০২৭ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এদিকে লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ৩০ জুন, ২০২৭ সাল পর্যন্ত সমুদয় মূল্য সংযোজন কর এবং ১ জুলাই, ২০২৮ সাল থেকে ৩০ জুন, ২০৩০ সাল পর্যন্ত ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি ই-বাইকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট ৩০ জুন, ২০৩০ সাল পর্যন্ত অব্যাহতি দেয়া হয়েছে।
অন্যদিকে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ারকন্ডিশনার ও এর কম্প্রেসরের উৎপাদনের জন্য কিছু প্রয়োজনীয় উপকরণ আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক ৩০ জুন, ২০২৮ সাল পর্যন্ত অব্যাহতি দেয়া হয়েছে। সেই সঙ্গে Sterile surgical catgut, surgical suture, lifts and skip hoists, সেট-টপ-বক্স এবং বলপয়েন্ট কলম আমদানি পর্যায়ের ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।