জাতীয়

সিগারেটের দাম বাড়ছে

প্রস্তাবিত বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সে হিসবে আরো একবার বাড়ছে সিগারেটের দাম।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সিগারেট পেপারের ওপর সম্পূরক শুল্ক বর্তমানের ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব রাখা হচ্ছে এবারের বাজেটে।

এবারের বাজেটে সিগারেটের মূল্য কাঠামো অপরিবর্তিত থাকলেও সিগারেট পেপার—অর্থাৎ সিগারেট তৈরির জন্য ব্যবহৃত কাঁচামালে শুল্ক বাড়ানোর প্রস্তাব আনা হচ্ছে।

চলতি বছরের জানুয়ারিতে সিগারেটের বিভিন্ন স্তরে ৫ থেকে ৭ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছিল।

উল্লেখযোগ্য যে, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান বা তামাকজাত পণ্য ব্যবহার করেন। ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারজনিত কারণে দেশের অর্থনীতিতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকা। এই ক্ষতির মধ্যে চিকিৎসা ব্যয় ও উৎপাদনশীলতা হ্রাস—দুই দিকই অন্তর্ভুক্ত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ