ইসলামধর্ম ও জীবন

কোরবানির গুরুত্ব ও ফজিলত

কোরবানি মুসলমানদের একটি পবিত্র উৎসব এবং মহান ইবাদত। এটি ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় ও উপকারী বিধান। কোরবানির সঙ্গে মানুষের ইহকালীন ও পরকালীন বহু উপকারিতা জড়িত। এটি শুধু একটি সামাজিক রীতি নয়, বরং মহান আল্লাহর নির্দেশ পালনের এক গুরত্বপূর্ণ উপায়।

কিন্তু না জেনে, না বুঝে কিছু মানুষ কোরবানির বিষয়ে সমালোচনা করে থাকেন। তারা পশুর প্রতি দয়া-মায়া ও ভালোবাসা দেখাতে গিয়ে নিজের প্রভুর সাথে সম্পর্ক ছিন্ন করে বসেন।

তাদের কেউ কেউ বলে থাকেন—কোরবানিতে পশু জবেহ করা অপচয় বৈ কিছুই নয়। আবার কেউ কেউ এটাও বলেন—কোরবানির নামে পশু হত্যা করা হচ্ছে, তাই কুরবানীতে পশু জবেহ না করে গরিবকে তার অর্থ দিয়ে দিলেই তো হয়।

কারো কারো কন্ঠ চিরে তো এই বজ্রনিনাদও বের হয়ে আসে—মুসলমানরা কতটা নিষ্ঠুর! তারা নিরীহ পশু জবাই করে নিজেরা উৎসব পালন করে! তাই আজ আমরা কোরবানির গুরুত্ব ও ইহকালীন উপকারিতা নিয়ে সংক্ষেপে আলোচনা করবো। আশা করি এর দ্বারা সমালোচনাকারীগণ হেদায়েত পাবেন ইনশাআল্লাহ।

ইসলামের প্রতিটি বিধান উপকারী

আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য যত বিধান প্রণয়ন করেছেন প্রতিটি বিধানের পেছনেই রয়েছে অনেক তাৎপর্য এবং হিকমত। সকল বিধান মানুষের কল্যাণ এবং উপকারের জন্যই প্রণয়ন করেছেন। আল্লাহর কোন বিধানই মানুষের জন্য ক্ষতিকর নয়। একজন মুসলিম হিসেবে আল্লাহর বিধান নিয়ে উপহাস কিংবা সমালোচনা করা কোনভাবেই সমিচিন নয়। এর দ্বারা নিজেদের ঈমান নষ্ট হয়ে যাবে এবং ইহকাল ও পরকাল উভয় জগত ধ্বংস হয়ে যাবে।

কোরবানির ইহকালীন উপকারিতা

কোরবানির ইহকালীন অনেক উপকারিতা রয়েছে। তন্মধ্যে কয়েকটি হচ্ছে এই-এক. গ্রামগঞ্জের গরিব মানুষ ও খামারিরা কোরবানির উদ্দেশ্যে সারা বছর গরু, ছাগল ও মহিষ পালন করেন। কোরবানির সময় এসব পশু বিক্রি করে তাঁরা কিছুটা আর্থিক সচ্ছলতা লাভ করেন।

দুই. কোরবানির পশুর হাটে বিভিন্ন কাজ কর্মের মাধ্যমে বহু মানুষ নিজেদের অর্থনৈতিক স্বচ্ছলতার পথ খুঁজে পায়। তিন. পশুর হাট থেকে হাসিলের নামে বহু অর্থ সরকারি কোষাগারে জমা হয়। এতে রাজস্ব আয় বৃদ্ধি পায়। চার. কোরবানির পশুর চামড়ার মূল্য দ্বারা গরিব মানুষেরা অনেক উপকৃত হয়ে থাকেন।

পাঁচ. পশুর চামড়ার ব্যবসা একটি আন্তর্জাতিক বাণিজ্য। চামড়া দিয়ে তৈরি হয় নানা ধরনের আসবাবপত্র, যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসে। এই চামড়াশিল্পের ওপর নির্ভর করে গড়ে উঠেছে বহু ট্যানারি ও কলকারখানা, যা অনেক মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতার সুযোগ তৈরি করেছে।

ছয়. গরুর গোশতের মূল্য অনেক বেশি। গরিব মানুষেরা চাইলেই গরুর গোস্ত কিনে খেতে পারেন না। আর কুরবানী উপলক্ষে সকল মানুষের ঘরে গোস্ত পৌঁছে যায়। এর দ্বারা শরীরের প্রয়োজনীয় প্রোটিন এর চাহিদা পূর্ণ হয়।

সাত. কোরবানির পশুর প্রতিটি অংশ কাজে আসে। এমনকি তার পশম, হাড্ডি, গোবর কোনটাই নষ্ট হয় না। তাহলে কিভাবে অপচয় হতে পারে? আট. মহান আল্লাহ তায়ালা মানুষকে গোশত এবং শাক সবজি খাওয়ার উপযুক্ত করেই সৃষ্টি করেছেন। তাই মানুষকে উভয় ধরনের খাদ্য খেতে হবে অন্যথায় সে অসুস্থ হয়ে পড়বে।
অন্যদিকে, গরু, ছাগল, ভেড়া ও বকরিকে আল্লাহ তৃণভোজী প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন। তিনি তাদের সমান্তরাল দাঁত দিয়েছেন, ছেদনশীল বা সুচালো দাঁত দেননি। তাই তারা ঘাস ও তৃণ খেয়েই জীবন ধারণ করে।

আর বাঘ, ভালুক ও অন্যান্য হিংস্র প্রাণীকে আল্লাহ সূচালো ও ছেদনশীল দাঁত দিয়েছেন, ফলে তারা শুধু মাংস খেয়েই বেঁচে থাকে। তারা কখনোই তৃণজাতীয় খাদ্য খেতে পারে না।

অন্যদিকে, মানুষকে আল্লাহ কর্তনশীল, দুই পাশে ছেদনশীল এবং পেছনে চর্বণশীল দাঁত দিয়েছেন। এতে বোঝা যায়, মহান আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন, যেন সে শাকসবজি ও মাংস—উভয় ধরনের খাদ্য গ্রহণ করতে পারে। সুতরাং এসব খাদ্য পরিপূর্ণভাবে না খেলে মানুষের শরীরে অপুষ্টি দেখা দিতে পারে এবং সে অসুস্থ হয়ে পড়তে পারে।

নয়. গাছপালা লতা পাতার মাঝেও জীবন আছে। সুতরাং এগুলো কাটলেও তো গাছ কর্তন করা হবে । তাহলে গাছ হত্যা করাও তো অন্যায়। আমরা কি গাছ না কেটে থাকছি? এগুলো কি আমাদের জন্য সম্ভব? আসল কথা হচ্ছে, স্রষ্টা যে জিনিসকে যে কাজের জন্য বানিয়েছেন তাকে সে কাজে ব্যবহার করার নামই ইনসাফ। উক্ত কাজে ব্যবহার না করে ভিন্ন কাজে ব্যবহার করার নামই জুলুম।

দশ. বিভিন্ন ধর্মের বিভিন্ন উৎসবে বহু প্রাণী জবেহ করা হয়। তাছাড়াও রয়েছে হিন্দুদের পাঠা বলি, জাপানের ডলফিন হত্যাসহ নানান ঘটনা। এগুলো নিয়ে তো তেমন সমালোচনা শোনা যায় না। সমালোচনা হয় শুধু আল্লাহর বিধান পালনার্থে মুসলমানদের কোরবানি নিয়ে। আসলে এটা কোরবানির সমালোচনা নয়; বরং ইসলামের সমালোচনা।

কোরবানির মধ্যে ইহকালীন এবং পরকালীন অনেক উপকারিতা এবং লাভ রয়েছে। সুতরাং কোরবানি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। আল্লাহ তাআলা এই কোরবানির বিধান দিয়ে আমাদের উপর অনেক অনুগ্রহ করেছেন। আর কোরবানির পরিবর্তে গরিব মিসকিনকে টাকা পয়সা দান করে দেওয়া আল্লাহর বিধান সম্মত নয়। তাই আমাদেরকে কোরবানিই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয় বুঝার তৌফিক দান করেন। আমিন।

এই বিভাগের আরও সংবাদ