ভোলা

চাকুরী ছেড়ে ছাদে কবুতর পালন, মাসে আয় ৪০ হাজার

ইয়ামিন হোসেন: ছোটকাল থেকেই পশুপাখির প্রতি আন্তরিক ছিলেন, পাখি পালন যেন তার শখে পরিণত হয়। বড় পরিসরে পাখি পালন করার ইচ্ছা থাকলেও হয়ে উঠেনি। চাকুরীর সুবাধে চলে যান ঢাকায়। অবশেষে ঢাকার চাকুরী ছেড়ে উত্তর ভোলার উপ-শহর পরানগঞ্জ বাজারে বায়জিদ সুপার নামে একটি চারতলা মার্কেট করেন।

ওই মার্কেটের ছাদেই শখের কবুতর পালন শুরু করেন ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৭নং ওয়ার্ডের মৃত্যু আবদুল মালেক মোল্লার ছেলে জাকির মোল্লা।

ছোট পরিসরে শুরু করলেও এখন জাকিরের শখের কবুতর থেকে মাসে আয় হয় ৪০ হাজার টাকা।

প্রায় ১শ জোড়া কবুতর রয়েছে তার ফার্মে। একজোড়া কবুতরের দাম রয়েছে ৩৫ হাজার টাকা।

জাকির মোল্লা বলেন, আমি শখ থেকে কবুতর পালন শুরু করি। বর্তমানে এ শখ বাণিজ্যিক হয়ে গেছে। মাসে আয় হয় ৪০ হাজার টাকা। বাড়ীতে থেকে অল্প পুঁজিতে এবং কম পরিশ্রমে এ আয় আমার জন্য অনেক।

২০/২৫ বা ৩০ হাজার টাকার চাকুরী না করে স্বল্প পুঁজিতে কবুতর পালনে অনেকের ভাগ্য খুলে যেতে পারে। চাকুরী ছেড়ে এসে কবুতর পালনে আমি খুবই ভাল আছি। তবে সরকারী ভাবে কোন প্রশিক্ষণ পেলে আমি আরো ভাল করতে পারতাম।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button