মোহনপুরে নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় সশস্ত্র আনসার বাহিনী মোতায়েন

0
98

রিপন আলী,রাজশাহী ব্যুরোঃ সরকারি সিদ্ধান্তে দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন এর নিরাপত্তায় চার জন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি(ভারপ্রাপ্ত) কর্মকর্তা কামরুন নাহার ও প্রশিক্ষক আব্দুর জব্বার । প্রাথমিক ভাবে আজ চার জনকে দায়িত্ব দেওয়া হয়েছে,পর্যায়ক্রমে বাড়ানো হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুষ্কৃতিকারীদের হামলায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম গুরুতর আহত হওয়ার পর সরকার সারা দেশের সব উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেয়। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য ১০ জন করে নিরাপত্তারক্ষী মোতায়েনের নির্দেশ দেয়া হয়।