খেলাধুলা

গুলশান ও শাইনপুকুরের বিতর্কিত ম্যাচ নিয়ে যা বললো বিসিবি

ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে ডিপিএলের গুলশান ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচ। এই ম্যাচে শাইনপুকুরের দুই ব্যাটারের আউটের ধরণ নিয়ে উঠেছে প্রশ্ন। এ জন্য দুর্নীতি দমন ইউনিট এবং লিগের কারিগরি কমিটিকে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।

বিবৃতিতে জানানো হয়েছে,  ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গুলশান ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ম্যাচ নিয়ে উদ্ভূত উদ্বেগ সম্পর্কে অবগত হয়েছে বিসিবি।

খেলার নৈতিকতা বজায় রাখার এবং ক্রিকেটে সর্বোচ্চ নৈতিক মানদণ্ড নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে বিসিবি। ক্রিকেটের চেতনাকে ব্যাহত করতে পারে এমন যে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে বিসিবি অবস্থান সব সময় কঠোর।

বুধবার (৯ এপ্রিল) মিরপুরে জয়ের জন্য শাইনপুকুর ক্রিকেট ক্লাবের তখন দরকার ছিল ৪২ বলে ৭ রান। হাতে ছিল একটি উইকেটই। উইকেটরক্ষক ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির ডাউন দ্য উইকেটে যাওয়ার পর ক্রিজের ভেতরে ব্যাট ঢোকানোর দুটি সুযোগ থাকলেও বিস্ময়করভাবে তা নেননি তিনি। 

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button