খুলনা

সুবিধা বঞ্চিত ছিন্নমূল শিশুদের সাথে ইফতারে কেএমপি’র পুলিশ কমিশনার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : মানবিক মূল্যবোধের অবক্ষয় যখন প্রতিদিনের চিত্র, নৈতিকতার অধঃপতন সংবাদের শিরোনাম, তখনো সমাজে নীরবে নিভৃতে কাজ করে যায় অতিমানবিক কেউ কেউ।

“কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড” সি ইউ সি নামে খুলনা মহানগরীর সাউথ সেন্ট্রাল রোডে সমাজের ঝরে পড়া সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশু কিশোরদের শিক্ষার আলো দিয়ে ভাগ্য ফেরাতে প্রচেষ্টায় তৎপর কতিপয় হৃদয়বান।

কখনো গাছের ছাঁয়ায় পাটি পেড়ে, কখনো বিল্ডিং এর গ্যারেজে বসে বাংলা, অঙ্ক, ইংরেজি পাঠদান। চলছে চিত্রাঙ্কন, মধুর সুরে সূরা কেরাত আর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

সি ইউ সি’র ছোটো সোনামনিদের হৃদয়বান কর্তৃপক্ষ শুনেছেন আরেক হৃদয়বান মানবিক পুলিশ কমিশনার এর গল্প। তবু সংশয়- যাবেন কি তিনি ছিন্নমূলের পাশে!!

সামাজিক যোগাযোগ মাধ্যম- খবর পৌছালো খুলনা মেট্রোপলিটন পুলিশের কর্ণধার পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার এঁর কানে। সব ব্যাবস্থা হয়ে গেল।

২৬ মার্চ বুধবার স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সি ইউ সি’র আয়োজনে সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, চিত্রাঙ্কন, পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ শেষে ইফতার করলেন সবার সাথে পুলিশ কমিশনার। আজকের শিশু আগামীর ভবিষ্যত। ইচ্ছেগুলো তাদের পূরণ হোক।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button