বাগেরহাট

মোংলায় আন্তর্জাতিক বন দিবস পালিত

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (২১ মার্চ) শুক্রবার সকালে বন বনানি সংরহ্মন খাদ্যর জন্য প্রয়োজন এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে মোংলা সরকারি কলেজের ম্যানগ্রোভ বনে সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধন ও হরিণ শিকারসহ সকল বন্যপ্রাণী হত্যা বন্ধ এবং বনবিনাশী প্রকল্প বাতিলের দাবিতে অবস্থান কর্মসুচি পালিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, পশুর রিভার ওয়াটারকিপার ও সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে এ অবস্থান কর্মসুচি পালিত হয়।

সুন্দরবন রক্ষায় দূষণরোধ ও বন্যপ্রাণী অপরাধ দমন করতে হবে। সুন্দরবনের নদী খালে বিষ দূষণকারী ও হরিণ শিকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। ভূমি দস্যুদের আগ্রাসী মনোভাবের কারনে সুন্দরবনের আয়তন ছোট হয়ে আসছে। বন্যপ্রাণী অপরাধ দমন এবং বনে অত্যাচারমূলক কার্যক্রম বন্ধ করতে না পারলে সুন্দরবনের অস্তিত্ব থাকবেনা অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

এসময়ে সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, মোস্তাফিজুর রহমান মিলন, কমলা সরকার, ছবি হাজরা,হাছিব সরদার,মারুফ বাবু, নাজমুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button