তাহেরপুরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল


বাগমারা প্রতিনিধিঃ বাগমারার তাহেরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ইফতার ওয়াক্তে তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। তাহেরপুর পৌর বিএনপির সভাপতি,তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য আবু নাঈম মোহাম্মদ সামসুর রহমান মিন্টুর আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল হয়।
আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাবু,বড়বিহানলি ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন,গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার, তাহেরপুর পৌর যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক,পৌর যুবদলের ,তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও নিরীহ গাজা বাসির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।