Uncategorized

২ ‘ছাত্র উপদেষ্টার’ পদত্যাগ চায় গণঅধিকার পরিষদ

নতুন দল গঠন করায় অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টারা স্বপদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। বর্তমানে সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবিও করেছেন তারা।

আজ মঙ্গলবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন দলটির নেতারা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান।

তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারও এই গণঅভ্যুত্থানের অর্জন। আমরা শুরু থেকে এই সরকারকে একতরফাভাবে সমর্থন দিয়েছি, কিন্তু সরকার সবার সঙ্গে ইনসাফ না করে গণঅভ্যুত্থানের একটি গোষ্ঠী বা পক্ষের সরকার হতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে।’

গণঅধিকার পরিষদের নেতারা বলেন, ‘যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারে তিনজন ছাত্র উপদেষ্টা ছিলেন, তাদের একজন পদত্যাগ করে একটি দলের প্রধান হয়েছেন। সেক্ষেত্রে বাকিরাও সরকারে থাকার নৈতিকতা হারিয়েছেন। আর দল গঠন একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি পদত্যাগকৃত উপদেষ্টা সম্পৃক্ত ছিলেন না? অবশ্যই ছিলেন। আর তিনজন ছাত্র উপদেষ্টার একই নেক্সাস। সুতরাং আমরা সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে বাকি দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।’

তারা বলেন, ‘ছাত্রদের দল গঠন হওয়ার পর বৈষম্যবিরোধী বা সমন্বয়কের কোনও অস্তিত্ব বিদ্যমান নেই বলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন। সেক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে সরকারের সব সেক্টর ও দপ্তর থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করা অতীব জরুরি।’

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button