কেএমপি’র অভিযানে চোরাই মালামালসহ আটক ২


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : হরিণটানা থানা পুলিশের একটি টিম গত ১১ মার্চ মঙ্গলবার বিকালে জিরোপয়েন্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে ১) আব্দুল হামিদ (৪৫), পিতা-আব্দুল মজিদ, সাং-ময়লাপোতা, থানা-সোনাডাঙ্গা মডেল, এ/পি সাং-কৃষ্ণনগর, থানা-লবণচরা এবং ২) নাজমুল হাসান (২৪), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং-সিদ্দিকিয়া মহল্লা শতরুপার মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা’দ্বয়কে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে ব্যাটারী বিহীন রিক্সা এবং চোরাই রিক্সার ০৪ টি ব্যাটারী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হরিণটানা থানার মামলা নং-০৪, তারিখ-১১/০৩/২০২৫ , ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র) মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং — এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাঃ আহসান হাবীব, পিপিএম ১২ মার্চ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।